রাবি শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ও প্রিন্টার উপহার ভারতীয় হাইকমিশনের

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২২

ট্রিবিউন ডেস্ক: ভারতের জনগণের পক্ষ থেকে উপহার হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ব্যবহারের জন্য ৩০টি কম্পিউটার ও ৫টি প্রিন্টার প্রদান করেছে ভারতীয় হাইকমিশন।

আজ মঙ্গলবার ১৮ জানুয়ারি বিকেলে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের পক্ষে রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি কম্পিউটার সামগ্রী উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া ও উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলামের নিকট হস্তান্তর করেন।

রাবি জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডের সঞ্চালনায় অনুষ্ঠানে ভারতের সহকারী হাইকমিশনার ও রাবি উপ-উপাচার্যবৃন্দ বলেন, ভারত বাংলাদেশের অন্যতম সুভার্থী দেশ। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান বাঙালি জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করে। আমরা ইতিহাস ও সংস্কৃতির দ্বারা এক অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ। বন্ধুপ্রতীম এই দুই দেশের জনগণের নৈকট্যের স্বাক্ষর এই কম্পিউটার উপহার প্রদান। রাবি ছাত্রীরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে এগিয়ে যাবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। আগামীতেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতি ভারত সরকারের অনুরূপ সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশের অব্যাহত উন্নয়নের প্রশংসা করে বাংলাদেশের সাথে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা এবং অবকাঠামোগত উন্নয়নে ভারত সরকারের অংশীদারিত্ব আরো বাড়ানোর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন ভারতীয় সহকারী হাইকমিশনার।

এই আয়োজনে আরো বক্তব্য রাখেন রাবি রেজিস্ট্রার প্রফেসর মো. আবদুস সালাম।

এসময় উপস্থিত ছিলেন রাবি ছাত্রী হলগুলোর প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষক, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ এবং সংশ্লিষ্ট রা।

পোস্টটি শেয়ার করুন