রাবি শিক্ষার্থী হিমেলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২২

ট্রিবিউন ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মেধাবী শিক্ষার্থী মাহামুদ হাবিব হিমেলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

আজ মঙ্গলবার রাতে এই শোক বার্তায় এই শোক প্রকাশ করেন মেয়র।

শোক বার্তায় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় হবিবুর হলের সামনে নতুন ভবন নির্মাণের মালামাল বহনে ব্যবহৃত ট্রাকের চাপায় মাহামুদ হাবিব হিমেল নিহত হন। হিমেল চারুকলা অনুষদের গ্রাফিক্স ডিজাইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পোস্টটি শেয়ার করুন