রামেক হাসপাতালে শিক্ষার্থীদের মারধরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অভিযোগ করবে রাবি প্রশাসন

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১২:৩৬ পূর্বাহ্ণ, অক্টোবর ২২, ২০২২

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের মারধরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অভিযোগ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে৷ সেই সাথে ঘটনা তদন্ত দুটি কমিটি গঠন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে প্রশাসনের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়৷

সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বলেন, ‘শাহরিয়ারের মৃত্যুর কারণ অনুসন্ধান করতে হল কর্তৃপক্ষ আগামীকাল তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করবেন এবং ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবেন। রামেক হাসপাতালে রাবি শিক্ষার্থীদের মারধর করে আহত করার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে একটি অভিযোগনামা দায়ের করা হবে এবং শাহরিয়ারের মৃত্যু ও এর পরবর্তী পুরো ঘটনা পর্যবেক্ষণ করতে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ইলিয়াস হোসেনকে আহ্বয়ায়ক করে আগামীকাল নয় সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হবে।’


__বুধবার রাতের ছবি (বিক্ষোভরত রাবি শিক্ষার্থীরা)__

গত বুধবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের বারান্দা থেকে পড়ে গুরুতর আহত হন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী এম জি এম শাহরিয়ার। আহতাবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে হাসপাতালে চিকিৎসা দিতে কালক্ষেপণ করার অভিযোগ তোলেন রাবি শিক্ষার্থীরা৷ পরবর্তীতে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক, ওয়ার্ড বয় ও আনসাররা শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে৷ এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে৷ এতে রাবির বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

পোস্টটি শেয়ার করুন