রামেবিতে শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী পালিত

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২২

ট্রিবিউন ডেস্ক: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) এর উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০টায় রামেবি’র অস্থায়ী কার্যালয়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ মোনাজাত এবং বৃক্ষ রোপন করা হয়।

এর পর সকাল ১১টায় রাজশাহী নার্সিং কলেজ অডিটোরিয়ামে কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহনে জন্মদিনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, রামেবি’র উপাচার্য (রুটিন দায়িত্ব) ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ।

উক্ত আলোচনা সভা সভাপতির বক্তব্যে উপাচার্য (রুটিন দায়িত্ব) ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ বলেন, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা তাকে হত্যা করে বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল। ইতিহাস সাক্ষ্য দেয়, তাদের সেই অপচেষ্টা শতভাগ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। শহীদ শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু-কিশোর, তরুণ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের কাছে ভালোবাসার নাম। অবহেলিত, পশ্চাৎপদ, অধিকার বঞ্চিত শিশুদের আলোকিত জীবন গড়ার প্রতীক হয়ে গ্রাম-গঞ্জ-শহর তথা বাংলাদেশের বিস্তীর্ণ জনপদ-লোকালয়ে শেখ রাসেল আজ এক মানবিক সত্তায় পরিণত হয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন; বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. আনোয়ারুল কাদের, উপাচার্য মহোদয়ের একান্ত সচিব মো: ইসমাঈল হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো. আনোয়ার হাবিব, কলেজ পরিদর্শক অধ্যাপক ডা. মোহাম্মদ মোসাদ্দেক হোসেন, পরিচালক (প. উ.) ইঞ্জিনিয়ার মো. সিরাজুম মুনীর, উপ-কলেজ পরিদর্শক ডা. মোহাম্মদ মেহেরওয়ার হোসেন, সহকারী রেজিস্ট্রার (চ.দা) মোঃ রাসেদুল ইসলাম, উপ-পরিচালক (অ. হি) মো. আখতার হোসেন, উপ-পরিচালক (প. উ.) এসএম ওবায়দুল ইসলাম, সহকারী পরিচালক (অ. হি.) মো. মফিজ উদ্দিন, সহকারী পরিচালক (প. উ.) মো. আবুল আশরাফ, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মো. আমীর হোসেন, মো. মেহেদী মাসুদ সানি, মো. আসাদুর রহমান, মো. গোলাম রহমান, মোসা. সীমা আক্তার, মোসা. সানজিদা হান্নান, মো. শরিফুল ইসলামসহ রামেবির সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত ৩২নং বাড়িতে জন্মগ্রহণ করেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সাথে নরপিশাচরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলেন।

মন্ত্রিপরিষদ বিভাগের এক সিদ্ধান্ত অনুযায়ী, গত বছর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালিত হচ্ছে। শেখ রাসেল জাতীয় দিবসের এবারের মূল প্রতিপাদ্য হচ্ছে-‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক।

পোস্টটি শেয়ার করুন