রাষ্ট্রীয় মর্যাদায় বর্ষীয়ান রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা ডাঃ ইয়াসিন আলি র দাফন সম্পন্ন

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৩:১৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২০

গোমস্তাপুর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ বীর মুক্তিযোদ্ধা, বর্ষীয়ান রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের আঞ্চলিক সংগঠক ডাঃ ইয়াসিন আলি কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়।

সোমবার দুপুর ২ টা ৩০ মিনিটের সময় গোমস্তাপুর উপজেলা আলিনগর নাদিরাবাদ আমবাগানে জানাজার পূর্বে পুলিশের একটি দল গোমস্তাপুর থানার তদন্ত ওসি সেলিম রেজার নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করা হয়।

গার্ড অব অনার প্রদান ও স্মৃতিচারণ বক্তব্য শেষে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোহাম্মদ আলী সরকার,চাঁপাই নবাবগঞ্জ -২ আসনের সাবেক সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান,নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের,গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা,মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আশরাফুল হক চুন্নু,সাধারণ সম্পাদক ইয়াসিন আলি শাহ, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম , রহনপুর ইউপি চেয়ারম্যান শাহ আলী শফি আনসারী,দলদলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরজেদ আলী ভুটু,সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

পোস্টটি শেয়ার করুন