

ভোলাহাট প্রতিনিধিঃচাঁপাই নবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলীর জানাজা অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুর ২.৩০ ছোট জামবাড়িয়া ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদা দানের পর তার জানাজা অনুষ্ঠিত হয়।
নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমান,ভোলাহাট থানার ওসি মাহবুব রহমান এর নেতৃত্বে পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ।
জানাজায় উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন আলী শাহ সহ জামবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
উল্লেখ্য,বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী দীর্ঘদিন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে শয্যাশয়ী থেকে গতরাতে মারা যান।
পোস্টটি শেয়ার করুন