রাসিকের সহযোগিতায় নগরীতে ৭২০০টি বিভিন্ন প্রজাতির গাছ লাগাবে ‘লঙ্কা বাংলা’

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২২

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের সহযোগিতায় লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের উদ্যোগে ৭২০০ টি গাছ লাগানো উপলক্ষে মহানগরীর ১৯নং ওয়ার্ডে ছোটবনগ্রাম এলাকায় অবস্থিত শেখ রাসেল শিশু পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

রোববার দুপুরে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ করে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাসিক মেয়র।

উল্লেখ্য, বৃক্ষরোপণের জন্য লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের উদ্যোগে রাজশাহী সিটি কর্পোরেশনকে ৭ হাজার ২০০ টি বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদান করা হয়েছে।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লংকাবাংলা ফাইন্যান্স লিমিডেটের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খাজা শাহরিয়ার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- লংকাবাংলা ফাইন্যান্স লিমিডেটের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চীফ রিস্ক অফিসার মুহাম্মদ কামরুল হাসান, এফসিএ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও গ্রুপ কোম্পানি সেক্রেটারী মোস্তফা কামাল এফসিএ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব হিউম্যান রিসোর্সেস মোহাম্মদ হাফিজ আল আহাদ, রাসিকের পরিবেশ উন্নয়ন স্থায়ী কমিটির সভাপতি ও ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, সংরক্ষিত আসন-৭ এর কাউন্সিলর উম্মে সালমা বুলবুলি, প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহমদ আল মঈন, পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ উল ইসলাম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

পোস্টটি শেয়ার করুন