রাসিকের হিসাব নিরীক্ষা ও রক্ষণ স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২২

ট্রিবিউন ডেস্ক: রাজশাহী সিটি কর্পোরেশনের হিসাব নিরীক্ষা ও রক্ষণ স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন।

সভায় অভ্যন্তরীণ নিরীক্ষা কার্যক্রম শাখা ভিত্তিক পরিচালনা বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সরকারী অডিট আপত্তিগুলি দ্রুত নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্ব পালনের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। ক্রয়-বিক্রয়ে সরকারি নির্দেশনা পালন, অডিট সংক্রান্ত নথি চিহ্নিতকরণ, অডিট বিষয়ে আভ্যন্তরীণ টেকনিক্যাল কমিটি গঠনের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বক্তব্য দেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুজ্জামান, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুর ইসলাম তুষার, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, প্রধান কর নির্ধারক মুঞ্জুরুল আলম, কমিটির সদস্য সচিব বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান।

সভায় রাসিকের প্যানেল মেয়র-৩ ও ১নং সংরক্ষিত আসনের কাউন্সিলর তাহেরা খাতুন, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান লিটন, কমিটির সদস্য ও ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান, কমিটির সদস্য ও ২নং সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন, ৩নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মুসলিমা বেগম, ৬নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মাজেদা বেগম, কমিটির সদস্য ও ১০নং সংরক্ষিত আসনের কাউন্সিলর সুলতানা রাজিয়া, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহমেদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) সুব্রত সরকার, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) আসাদুজ্জামান সুইট, স্বাস্থ্য কর্মকর্তা তারিকুল ইসলাম বনি, উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, হিসাবরক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, জন্ম-মৃত্যু নিবন্ধন কর্মকর্তা নাজমা খাতুন, অডিটর শাখওয়াৎ উল ইসলাম, ভান্ডার কর্মকর্তা আহসান হাবীব, সহকারী প্রকৌশলী যান্ত্রিক আব্দুল আজিজ মুন্না, ক্রীড়া কর্মকর্তা শ্যামল পারভেজ, ট্যাক্সেশন কর্মকর্তা লাইসেন্স সারওয়ার হোসেন, ট্যাক্সেশন কর্মকর্তা কর ইমতিয়াজ আহম্মেদ শিমুল, ট্যাক্সেশন কর্মকর্তা বাজার আব্দুল কায়উম, উপ-ট্যাক্সেশন কর্মকর্তা ওয়ালিদ হাসান মাহমুদ, সম্পত্তি কর্মকর্তা আবু নুর মোঃ মতিউর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন