

নিজস্ব প্রতিবেদকঃ ২১ জুন আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়রপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনকে বিজয়ী করার লক্ষ্যে রাজশাহী মহানগর যুব মহিলা লীগের আয়োজনে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৯ জুন) বেলা সাড়ে ১২ টায় রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইসার রহমান চৌধুরী অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি। এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সিটি কর্পোরেশনের নির্বাচনে আমাদের বিজয়ী হতে হবে। নৌকা মানেই হলো শেখ হাসিনা। তাই নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। আমাদের নিজের ভোট সহ পরিবারের ভোটের দায়িত্ব নিতে হবে। সর্বোচ্চ সংখ্যক ভোটের মাধ্যমে জয় আনতে হবে।
তিনি আরও বলেন, নারীরা সব পারে। ঘর সংসার সহ অন্যান্য কাজও নারীরা করে। যা পুরুষরা পারে না। তাই সবাই নিজ নিজ কেন্দ্রে নিগে ভোটটা দিবেন। আমি বিশ্বাস করি বাংলাদেশের মধ্যে রাজশাহীর মতো সুন্দর শহর আর একটিও নাই। তাই রাজশাহীতে খায়রুজ্জামান লিটনের বিকল্প নাই। তিনি ১০৫ টি ইশতেহার ঘোষণা করেছেন। যার প্রত্যেকটি তিনি পূরণ করবেন বলে আমি বিশ্বাস করি। তাকে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে বিজয়ী করবো। লিটন ভাইকে বিজয়ী করতে আমদের প্রতিটি পয়েন্টে কাজ করতে হবে।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন; বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণা।
এ সময় বক্তব্যে ডা: অর্ণা জামান বলেন, আমরা যখন ছাত্রলীগ করেছি তখন ছিল সুসময়, তবে লিলি আপু যখন ছাত্রলীগ করেছেন তখন সময়টা খুবই দুঃসময় ছিল। তিনি অনেক কষ্ট করে আজ এই অবস্থানে এসেছেন। তিনি আজ যুব মহিলা লীগের নেতৃত্ত্ব দিচ্ছেন।
তিনি আরও বলেন, আমার বাবা রাজশাহী শহরকে উন্নয়নের মাধ্যমে সবুজ ও সুন্দর করে তুলেছেন। তিনি এবার রাজশাহীবাসীর যে বড় চাহিদা কর্মসংস্থান, সেটা পূরণের জন্য কাজ করতে চান। তাই রাজশাহীর মঙ্গলের জন্য আমার বাবা খায়রুজ্জামান লিটনকে ২১ তারিখ ভোট দিয়ে সেই সুযোগটি করে দিবেন আপনারা। আসলে ৩৩ পেয়েও পাস করা যায় আবার ৭০ পেয়েও পাস করা যায় আবার ১০০ পেয়েও পাস করা যায়। আমরা নৌকা প্রতীকে ভোট দিয়ে ১০০ তে ১০০ পেয়ে পাস করতে চাই। ২১ তারিখ সারাদিন আপনারা নৌকা প্রতীকে ভোট দিন।
সভায় সভাপতিত্ব করেন; মহানগর যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইসমতারা বেগম ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন নিলু।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন; যুব মহিলা লীগের কেন্দ্রীয় ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।