রাসিক মেয়রের সাথে চীনা প্রতিষ্ঠান নরিনকো’ র প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২২

ট্রিবিউন ডেস্কঃ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের প্রতিষ্ঠান নরিনকো ইন্টারন্যাশনাল কো-অপারেশন লিমিটেডে প্রতিনিধিরা।

রোববার দুপুরে নগর ভবনে মেয়রের সাথে সাক্ষাৎ করেন প্রতিষ্ঠানটির ঢাকা অফিসের কর্মকর্তাবৃন্দ। সাক্ষাৎকালে মেয়র শুভেচ্ছা উপহার তুলে দেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন ; নরিনকো ইন্টারন্যাশনাল কো-অপারেশন লিমিটেডে ঢাকা অফিসের চীফ রিপ্রেজেন্টেটিভ Gao Yu , বাংলাদেশ শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার Lin Sen , সিনিয়র এক্সিকিউটিভ তানভীর খান, এক্সিকিউটিভ মালিহা ফিরোজ আনিকা, রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুজ্জামান, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন