রাসিক মেয়রের সাথে তানোর উপজেলা আ’লীগের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২২

ট্রিবিউন ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন তানোর উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি মোঃ মাইনুল ইসলাম স্বপন ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ।

বৃহস্পতিবার বিকেলে নগর ভবনে সাক্ষাৎকালে মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।

এ সময় তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৫ জুলাই তানোর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মাইনুল ইসলাম স্বপন সভাপতি ও আবুল কালাম আজাদ প্রদীপ সরকার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

তানোরের গোল্লাপাড়া বাজার মাঠে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন সম্মেলনের প্রধান অতিথি আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

পোস্টটি শেয়ার করুন