রাসিক মেয়রের সুস্থতা কামনায় ১৯নং ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে দোয়া মাহফিল

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২২

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সুস্থতা কামনায় ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমনের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নগরীর ছোটবনগ্রামস্থ ১৯নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়ার পূর্বে পবিত্র কুরআন খতম ও দোয়া ইউনুস পাঠ করা হয়। এছাড়াও মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন; রাসিকের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমনের আয়োজনে দোয়া মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ আব্দুল মজিদ। উপস্থিত ছিলেন ১৯ নং ওয়ার্ড (উত্তর) আওয়ামী লীগ সভাপতি মোঃ হাসেন মন্ডল, সহ সভাপতি আলহাজ্ব মোঃ হাফিজুর রহমান, মোঃ বেলাল হোসেন, জহুরুল ইসলাম, শরিফুল ইসলাম, মেরাজ উদ্দিন, সেতাব উদফিন, ছাত্রলীগ নেতা রিসাতুর রহমান, বিপ্লব হোসেন, ওয়ার্ড সচিব মোঃ নুরুল ইসলাম ফয়সাল, সাংবাদিক এস এম শামসুজ্জোহা ইতি, সাব্বির, আব্দুল মাজিদ প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন