রাসিক মেয়রের সুস্থতা কামনায় রাজশাহী জেলার বিভিন্ন উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের দোয়া মাহফিল

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২২

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশন এর মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে রাজশাহী জেলা ছাত্রলীগের অন্তর্গত বিভিন্ন উপজেলা ও পৌরসভায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে।

শনিবার রাজশাহী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন অমির নির্দেশনায় জেলার বিভিন্ন উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগ এই দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি পালন করে।

বিকেলে বাগমারা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মোহনগঞ্জ মাদ্রাসায় শতাধিক কোরআনের হাফেজ নিয়ে দোয়া মাহফিল করা হয়। পরে হাফেজদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এছাড়াও বিকেলে মোহনপুর, পুঠিয়া, দূর্গাপুর, গোদাগড়ী উপজেলা ও বানেশ্বর সরকারি কলেজ ছাত্রলীগের আয়োজনে দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়।

জেলার বিভিন্ন পৌর ও কলেজ শাখা অনুরুপ কর্মসূচির আয়োজন করে।

রাজশাহী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন অমি বলেন; মহান আল্লাহ তায়ালার কাছে লাখো কোটি শুকরিয়া যে, আমাদের প্রাণের নেতা, উত্তর জনপদের অহংকার, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন ভাই এর কন্ঠনালির অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া জ্ঞাপন করে আমাদের প্রাণপ্রিয় নেতার সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে রাজশাহী জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা আজ বিভিন্ন উপজেলা, পৌর ও কলেজ শাখায় দোয়া মাহফিলের আয়োজন করে।

পোস্টটি শেয়ার করুন