রাসিক মেয়র লিটনের দ্রুত সুস্থতা কামনা করে নগরীর বিভিন্ন স্থানে দোয়া মাহফিল অব্যাহত

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২২

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন করোনায় আক্রান্ত হওয়ায় তাঁর দ্রুত সুস্থতা কামনায় রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বাদ আসর ১৬ নং ওয়ার্ডের কয়েরদাড়া এলাকায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক মোঃ ফিরোজ কবির সেন্টুর আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাজশাহী উলাম কল্যান পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াছ আলী।

নগরীর কয়েরদাড়া এলাকায় দোয়া মাহফিল

উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আহসানুল হক পিন্টু, আইন বিষয়ক সম্পাদক এ্যাড: মোঃ মোসাব্বিরুল ইসলাম, রাজশাহী মহানগর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সোহেল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সাকিব হাবীব, ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, রাজশাহী উলাম কল্যান পরিষদের সহ- সাংগঠনিক সম্পাদক হাফেজ শাহাদত হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।

এরআগে, দুপুরে মহানগরীর হেতেমখাঁ গোরস্থান সংলগ্ন রওজাতুস সালেহিন মসজিদ ও মাদ্রাসায় দোয়া মাহফিল ও মাদ্রাসার শিক্ষার্থীরা পবিত্র কুরআন খতম করেন। মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী ইকবাল হোসাইন।

দোয়া মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিলেন এফবিসিসিআই এর পরিচালক মোঃ শামসুজ্জামান আওয়াল ও রাসিক মেয়রের ব্যক্তিগত সহকারী মোঃ তানসেন ওয়াহিদ তাসকিন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মমিন, মসজিদ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বিপুল, রাজশাহী উলাম কল্যান পরিষদের সহ- সাংগঠনিক সম্পাদক হাফেজ শাহাদত হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ।

এছাড়া রাজশাহী মহানগরীর ১৪ ওয়ার্ডে দোয়া মাহফিলের আয়োজন করে আওয়ামী লীগসহ স্থানীয় জনগণ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ সোহরাওয়ার্দী হলে শিক্ষার্থীদের দোয়া মাহফিল

এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহীদ সোহরাওয়ার্দী হল, মাদারবখশ হল, হবিবুর রহমান হলসহ বিভিন্ন আবাসিক হলের মসজিদে দোয়া মাহফিল করেছে সাধারণ শিক্ষার্থী বৃন্দ।

এছাড়াও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এর সুস্থতা কামনা করে নগরীর বিভিন্ন ওয়ার্ডে ব্যক্তিগত উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পোস্টটি শেয়ার করুন