রাসিক মেয়র লিটনের দ্রুত সুস্থতা কামনা করে নগরীর ১৪নং ওয়ার্ড (পশ্চিম) আ’লীগের দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন এর সুস্থতা কামনা করে রাজশাহী মহানগর আওয়ামী লীগ ১৪ নং ওয়ার্ড পশ্চিম এর পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আজ শুক্রবার বাদ আসর উপশহরের উত্তরা ক্লিনিক মোড়ে সংলগ্ন ১৪ নং ওয়ার্ড কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তার আগে তেরখাদিয়া নুর মসজিদসহ ওয়ার্ডের সকল মসজিদে জুম্মা নামাজের পর রাসিক মেয়রের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
রাজশাহী মহানগর ১৪ নং ওয়ার্ড পশ্চিম আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবলুর রহমান বাবুর সার্বিক ব্যবস্থাপনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ১৪ নং ওয়ার্ড পশ্চিম আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম পল্টু, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সদস্য বেলাল হোসেন, মোঃ রফিক, শফিকুল ইসলাম, রবিউল ইসলাম রবি, শাহ বখশ, রাজু আহমেদ, চাঁন প্রমুখ।