রাসিক মেয়র লিটনের দ্রুত সুস্থতা কামনা করেছেন রাবি উপাচার্য

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২২

ট্রিবিউন ডেস্ক: রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান করোনা আক্রান্ত হওয়ার সংবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার উদ্বেগ প্রকাশ করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রাসিক মেয়রের আশু সুস্থতা কামনা করেছেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পান্ডে স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

রাসিক মেয়র এর সুস্থতা কামনায় আজ রবিবার আজ রবিবার বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদসহ অন্যান্য মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি শনিবার রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন করোনা (কোভিড-১৯) পরীক্ষায় পজিটিভ রেজাল্ট আসে। বৈশ্বিক মহামারী করোনা সংক্রমণের শুরু থেকে রাজশাহীবাসীর জন্য দিনরাত নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন মেয়র। করোনা মহামারীর সংকটকালীন সময়ে দফায় দফায় খাদ্য সামগ্রী প্রদান, স্বাস্থ্য-সুরক্ষা, চিকিৎসা, বিনামূল্যে অক্সিজেন সেবা সহ জরুরি সকল সেবা নিয়ে সর্বদা নগরবাসীর পাশে আছেন নগরপিতা। করোনা মোকাবেলার পাশাপাশি নগরীর উন্নয়নমূলক কাজ সচল রেখেছেন।

পোস্টটি শেয়ার করুন