রাসিক মেয়র লিটনের সাথে জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সোহানের সৌজন্য সাক্ষাৎ

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, জুলাই ২, ২০২২

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি ও জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান।

শনিবার রাতে নগর ভবনে সাক্ষাৎকালে মেয়রকে সম্মাননা স্মারক প্রদান করেন তিনি।

এ সময় রাজশাহীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্য্যরে ভূয়সী প্রশংসা করেন ‘কেয়ামত থেকে কেয়ামত’ সহ অনেক চলচ্চিত্রের পরিচালক সোহানুর রহমান সোহান।

প্রধান নির্মাতা হিসেবে সোহানুর রহমান সোহান আত্মপ্রকাশ করেন ১৯৮৮ সালে। তার পরিচালিত প্রথম সিনেমা ‘বিশ্বাস অবিশ্বাস’। তবে তিনি সাফল্য পান ১৯৯৩ সালে। সিনেমার নাম ‘কেয়ামত থেকে কেয়ামত’। এই সিনেমার মাধ্যমে সিনেমায় আত্মপ্রকাশ করেন এবং তারকা খ্যাতি পান প্রয়াত নায়ক সালমান শাহ, নায়িকা মৌসুমী ও কণ্ঠশিল্পী আগুন।

সোহানুর রহমান সোহান পরিচালিত অন্যান্য সিনেমাগুলো হচ্ছে- ‘আমার দেশ আমার প্রেম’, ‘স্বজন’, ‘আমার ঘর আমার বেহেশত’, ‘অনন্ত ভালোবাসা’, ‘স্বামী ছিনতাই’, ‘আমার জান আমার প্রাণ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘কোটি টাকার প্রেম’, ‘সে আমার মন কেড়েছে’, ‘দ্য স্পিড’ ও ‘লোভে পাপ পাপে মৃত্যু’ ইত্যাদি। সোহানের ‘অনন্ত ভালোবাসা’ সিনেমার মাধ্যমেই আত্মপ্রকাশ করেছিলেন চিত্রনায়ক শাকিব খান। বর্তমানে যিনি ঢালিউডের শীর্ষ তারকা।

পোস্টটি শেয়ার করুন