রাসিক মেয়র লিটনের সুস্থতা কামনা করে মহানগর কৃষক লীগের দোয়া মাহফিল

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ভাই করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হওয়ায় তাঁর সুস্থতা কামনা করে বাংলাদেশ কৃষক লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার বাদ আসর কুমারপাড়াস্থ মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, রাজশাহী মহানগর কৃষক লীগের সভাপতি রহমতউল্লাহ সেলিম, সাধারণ সম্পাদক সাকির হোসেন বাবু, সহ-সভাপতি এ এইচ এম আশিকুজ্জামান শাওন, মুর্শিদ কামাল রানা, মুঞ্জুরুল ইসলাম বিপ্লব, আব্দুল লতিফ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুকুল হোসেন।

দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ ইলিয়াস আলী। সভায় উপস্থিত ছিলেন মহানগর কৃষক লীগ ও এর অন্তর্গত থানা এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ।

পোস্টটি শেয়ার করুন