নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে পদ্মা নদী শিমলা পার্কে রিভার ভিউ ফুড গার্ডেন এন্ড পিকনিক স্পটের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় সিমলা পার্কের নুর মসজিদের পাশে এই পিকনিক স্পটের উদ্বোধন করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী।
এ সময় উপস্থিত ছিলেন; রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আরিফ হোসেন, রাজপাড়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মামুনুর রশীদ বাচ্চুসহ স্থানীয় গণ্যামান্য ব্যক্তিবর্গ।