রুয়েট ছাত্রলীগের শহীদ এএইচএম কামারুজ্জামান স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২১

ট্রিবিউন ডেস্ক: মহান স্বাধীনতার সুবর্নজয়ন্তী উপলক্ষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্তৃক আয়োজিত শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান হেনা স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট- ২০২১ এর উদ্বোধন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণা।

২৬ ডিসেম্বর সন্ধ্যায় রুয়েট শহীদ আব্দুল হামিদ হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোহাঃ ইসফাক ইয়াসশির অপু, সাধারণ সম্পাদক চৌধুরী মাহফুজুর রহমান তপু, সাবেক আহ্বায়ক প্রকৌশলী হারুন অর রশিদ, সাবেক সভাপতি রাইসুল ইসলাম রোজ,সাবেক সভাপতি নাইমুর রহমান নিবিড়সহ বিশ্ববিদ্যালয় ও হল শাখার নেতৃবৃন্দ।

পোস্টটি শেয়ার করুন