

নিজস্ব প্রতিবেদকঃ রোটার্যাক্ট ক্লাব অব রাজশাহী ইউনিভার্সিটির উদ্যোগে শীতার্ত দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম মার্কেটে, ক্লাব কার্যালয়ের সামনে শ। প্রায় পচিশোর্ধ শীতার্ত মানুষের মাঝে স্বাস্থ্যবিধি শীতবস্ত্র বিতরণ করা হয়৷
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সদ্য সাবেক সভাপতি (IPP) মনিরুল ইসলাম। তিনি বলেন, “সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শীতার্ত মানুষের পাশে দাড়ানোর জন্যই আমাদের এই উদ্যোগ। প্রতি বছর বড় পরিসরে শীতবস্ত্র বিতরণ করা হলেও করোনার কারণে এবছর সীমিত আকারে আয়োজন করা হয়েছে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্লাবের উপদেষ্টা ও রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মামুন আবদুল কাইয়ুম।
তিনি বলেন, শীতার্ত মানুষকে সুরক্ষা দিতে রোটার্যাক্ট ক্লাবের এই আয়োজন প্রসংশনীয়। আগামীতেও ক্লাবের এসব সামাজিক কাজ অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য যে, আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা রোটারি ইন্টারন্যাশনাল এর সহযোগী সংগঠন হিসেবে ১০মে ১৯৯০ সালে রোটার্যাক্ট ক্লাব অব রাজশাহী ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই ক্লাবটি বৃক্ষ রোপণ, টিকাদান, শিক্ষা উপকরণ বিতরণ, শীতবস্ত্র বিতরণ সহ নানা সামাজিক স্বেচ্ছাসেবা মুলক কাজ করে আসছে।