রোনালদোর জোড়া গোলে জয়ে ফিরল ইউভেন্তুস

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২০

শিরোপার খুব কাছে এসে যেন দিক হারিয়ে ফেলেছিল ইউভেন্তুস। দলকে জয়ে ফিরিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ডের জোড়া গোলে লাৎসিওকে হারিয়ে টানা নবমবারের মতো সেরি আ জয়ের পথে এগিয়ে গেছে তুরিনের দলটি।
ঘরের মাঠে সোমবার রাতে লিগ ম্যাচে ২-১ গোলে জিতেছে ইউভেন্তুস। লাৎসিওর একমাত্র গোলদাতা চিরো ইম্মোবিলে।
এসি মিলানের বিপক্ষে দুই গোলে এগিয়ে গিয়েও দ্রুত চার গোল খেয়ে হেরেছিল ইউভেন্তুস। পরের দুই রাউন্ডে আতালান্তা ও সাস্সুয়োলোর বিপক্ষে ড্র করে মাওরিসিও সাররির দল।
টানা সাত জয়ের পর হঠাৎ পথ হারিয়ে ফেলা ইউভেন্তুস শুরুতেই এগিয়ে যেতে পারতো। ভাগ্য সহায় ছিল না; আলেক্স সান্দ্রোর হেড বাধা পায় পোস্টে।
অধিকাংশ সময় বল দখলে রেখে প্রথমার্ধে আরও কয়েকটি ভালো আক্রমণ করে স্বাগতিকরা। তবে আক্রমণের শেষ ধাপে গিয়ে ফরোয়ার্ডরা খেই হারিয়ে ফেলায় গোলের দেখা মেলেনি।
দুর্ভাগ্য পিছু ছাড়েনি টানা তিন হারের পর গত রাউন্ডে ড্র করা লাৎসিওরও। বিরতির খানিক আগে প্রায় ২৫ গজ দূর থেকে জোরালো শট নেন ইম্মোবিলে। বল গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনিকে পরাস্ত করলেও পোস্ট এড়াতে পারেনি।

পোস্টটি শেয়ার করুন