রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে রাজশাহী ইউসুফপুর ০১ নং বর্ডার গার্ড ব্যাটালিয়নের মতবিনিময় সভা

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, জুন ২০, ২০২২

জুবায়ের, রাজশাহীঃ রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল সাব্বির আহম্মেদ এর নির্দেশনায় ইউসুফ পুর কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার এবি এম মহিউদ্দিন এর সভাপতিত্বে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে এক মতবিনিময় সভার আয়োজন করেন। এছাড়াও সীমান্তে মাদক চোরাচালান না হাতে পারে এ ব্যাপারে সকলকে সজাগ থাকার আহ্বান জানান।

২০ জুন সোমবার সকাল ১১টা ৩০ টায় টাংগন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে নায়েব সুবেদার কোম্পানি কমান্ডার এ,বি,এম মহিউদ্দিনের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় কোম্পানি কমান্ডার বলেন, বিভিন্ন বর্ডার এলাকা দিয়ে রোহিঙ্গা জনগোষ্ঠী অনুপ্রবেশ করছে। তাই আমাদের সবাইকে সজাগ থাকবে হবে। কেউ যেন বর্ডার এলাকা দিয়ে দেশে প্রবেশ করতে না পারে।

অপরিচিত কেউ ঘোরাঘুরি করলে আমাদের দেওয়া নাম্বার অথবা সরাসরি কোম্পানির কমান্ডার অফিসে জানানোর জন্য অনুরোধ করছি।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ইউসুফপুর ০১ নং বর্ডার গার্ড ব্যাটালিয়নের নায়েব মোখলেসুর রহমান ও নায়েক সফিকুল ইসলাম, ইউসুফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন আরিফুল ইসলাম মাখন ও ০৭ নং ওয়ার্ড ইউপি সদস্য লুৎফর রহমান এবং ৪,৫,৬ ওয়ার্ডের মহিলা মেম্বার রিনা বেগম।

পোস্টটি শেয়ার করুন