

ট্রিবিউন ডেস্কঃ র্যাব-১২ এর পৃথক অভিযানে সিরাজগঞ্জের তাড়াশে ১০ কেজি গাঁজা এবং বগুড়ার শেরপুরে ১০০ বোতল ফেন্সিডিলসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
র্যাব-১২ জানায়; গোপন সংবাদের ভিত্তিতে ১ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে র্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল বগুড়া জেলার শেরপুর ফুটভিলেজ ঈদগাহ্ জামে মসজিদ এর সামনে পাঁকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তার সঙ্গে থাকা মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল ফোন এবং ০১ টি মোটর সাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীঃ মোঃ সোহেল রানা (২৮)। সে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার শিয়ালা গ্রামের মোঃ দেলোয়ার হোসেন এর ছেলে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণী ১৪(গ) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে বগুড়া জেলার শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
অপর অভিযানে একই দিনে সাড়ে ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন খালকুলা বাজারস্থ ঢাকা টু রাজশাহীগামী মহাসড়কের পার্শ্বে খালকুলা ওহী জেনারেল হাসপাতালের সামনে পাকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০(দশ) কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল ফোন এবং নগদ ১,৬০০/- টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীঃ মোঃ আব্বাছ আলী(৩৭)। সে রাজশাহী গোদাগারী উপজেলার পরমান্দপুর গ্রামের মোঃ আব্দুল খালেক এর ছেলে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণীর ১৯(খ) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।