ট্রিবিউন ডেস্ক: বগুড়া ও সিরাজগঞ্জে চার গ্রাম হেরোইন এবং বুপ্রেনরফিন ইনজেকশনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২।
র্যাব-১২ সূত্র জানায়, ২৯ তারিখ বিকেল ০৩.৩৫ ঘটিকার গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর কোম্পানী কমান্ডার মেজর এম. রিফাত-বিন-আসাদ এবং সহকারী পুলিশ সুপার মিঃ জন রানা এর নেতৃত্বে স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল বগুড়া জেলার শেরপুর থানাধীন সিংহের শিমলা গ্রামস্থ সোবহান, পিতা-মৃত সোহরাব মন্ডলের বসত বাড়ীতে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ০৪ (চার) গ্রাম হেরোইনসহ ০১ জন মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোছাঃ রুবিয়া খাতুন (৪০)। সে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার চান্দাইকোনা গ্রামের মৃত শহিদুল ইসলাম শেখের স্ত্রী।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ৩৬(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে বগুড়া জেলার শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে একই দিন সন্ধ্যা ০৭.০৫ টার দিকে গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর কোম্পানী কমান্ডার মেজর এম. রিফাত-বিন-আসাদ এবং সহকারী পুলিশ সুপার মিঃ জন রানা এর নেতৃত্বে স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন ৪ নং ওয়ার্ডস্থ সয়াধানগড়া গ্রামস্থ বনাজী মোড় এর মুক্তি যোদ্ধা মেডিসিন কর্ণারের সামনে পাকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০৮ (একশত আট) টি বুপ্রেনরফিন ইনজেকশনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ লিটন শেখ(৪০)। সে সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার সয়াধানগড়া গ্রামের মৃত বাদল শেখের ছেলে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণীর ০৮(গ) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ ও বগুড়া জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়।