লোকাল ট্রেন চালুসহ বিভিন্ন দাবিতে পশ্চিমাঞ্চল রেলওয়ে জিএমের সাথে সাবেক সাংসদ জিয়াউর রহমানের সাক্ষাৎ


নিজস্ব প্রতিবেদক: রহনপুর-রাজশাহী চলাচলকারী কমিউটার ও মহানন্দা ট্রেনের বগি বৃদ্ধি ও রহনপুর ষ্টেশনে ইয়ার্ড নির্মাণ দ্রুত লোকাল ট্রেন চালুসহ বিভিন্ন বিষয়ে দাবি দাওয়া নিয়ে রেলওয়ে পশ্চিম এর মহাব্যবস্থাপকের সাথে আলোচনা করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাবেক সংসদ সদস্য মোঃ জিয়াউর রহমান।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় রেলওয়ে পশ্চিমাঞ্চলের সদর দপ্তরে পশ্চিমাঞ্চল রেলওয়ে মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদারের সাথে আলোচনায় বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরে হয়।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহীস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি রাজশাহীর সাংগঠনিক সম্পাদক এ বি এম আখতারুল ইসলাম, রহনপুর পৌর আওয়ামী লীগের নেতা মোঃ আলাউদ্দিন, নাচোল উপজেলা আওয়ামী লীগের নেতা পলাশ জোহা, রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আক্তারুল ইসলাম টমাস, গোলাম রাব্বানী প্রমুখ।
উল্লেখ্য, করোনা মহামারী শুরু থেকে দীর্ঘদিন রহনপুর থেকে লোকাল ট্রেন টি বন্ধ আছে। এছাড়া মহানন্দা ট্রেন ও কমিউটার ট্রেনে বগি সংখ্যা কম হওয়ায় যাত্রীদের অনেক হয়রানি হতে হচ্ছে। এনিয়ে রহনপুরে সাধারণ জনগন বিভিন্ন সময় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে।