শনিবার চাঁপাইনবাবগঞ্জে জমি ও বাসগৃহ প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২১

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : মুজিব বর্ষ উপলক্ষে আগামী ২৩ জানুয়ারী শনিবার সকাল সাড়ে ১০টার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জের ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও বাসগৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন।

এ জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে ২১ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে সংবাদ সম্মেলন করেন ডিসি মঞ্জুরুল হাফিজ।

সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের সল্লা নামক স্থানে ৩৬ টি সুবিধাভোগী পরিবারের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি যুক্ত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, রাজশাহী বিভাগীয় কমিশনার মো. হুমায়ন কবির খন্দকার, স্থানীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ।

জানা গেছে, জেলায় মোট ১ হাজার ৩১৯ টি বাসগৃহ নির্মাণ করে সুবিধাভোগীদের মধ্যে বিতরণ করা হবে। সংবাদ সম্মেলনে বক্তব্য ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা প্রশাসক।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক দেবেন্দ্রনাথ ওরাঁও, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাকিউল ইসলামসহ জেলার বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক্স ও অনলাইন নিউজ মিডিয়ার সাংবাদিকবৃন্দ

পোস্টটি শেয়ার করুন