

রাবি প্রতিনিধিঃ শনিবার ১৪ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিবেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। দুই দিনের সরকারি সফর রাজশাহী আসছেন তিনি।
তিনি রাজশাহীতে শহীদ শামসুজ্জাহা’র সমাধিতে পুস্পস্তবক অর্পণ করবেন। এরপর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন।
বিকেল সাড়ে তিনটায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় যোগদান করবেন মন্ত্রী। এরপর তিনি কাজলা হেরিটেজ আর্কাইভস পরিদর্শন করবেন।
রোববার সকাল ৯টায় মন্ত্রী রাজশাহী নগরীর কাদিরগঞ্জে জাতীয় নেতা শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধীতে পুস্পস্তবক অর্পণ করবেন।
এরপর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় অধীনস্থ বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করবেন। বেলা ১১টায় মন্ত্রী রাজশাহী কলেজ পরিদর্শন করবেন এবং শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বিকেলে পররাষ্ট্র মন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন।