শহিদ কামারুজ্জামানের জন্মবার্ষিকী উপলক্ষে রাবি ছাত্রলীগের দোয়া মাহফিল

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, জুন ২৬, ২০২২

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, বাংলাদেশ আওয়ামী লীগের তৎকালীন সভাপতি, স্বাধীন বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্র মন্ত্রী, জাতীয় চার নেতার অন্যতম শহিদ এ.এইচ.এম কামারুজ্জামান হেনার ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

রবিবার ২৬ জুন বাদ আসর রাবির কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু।

এছাড়াও উপস্থিত ছিলেন- রাবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু, ইমতিয়াজ আহমেদ সহ বিভিন্ন হল ছাত্রলীগের সভাপতি – সাধারণ সম্পাদকবৃন্দ ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।

উল্লেখ্য; শহীদ এএইচএম কামারুজ্জামান ১৯২৩ খ্রিস্টাব্দে ২৬ জুন বৃহত্তর রাজশাহী জেলার নাটোর মহকুমার বাগাতিপাড়া থানার মালঞ্চী রেলস্টেশন সংলগ্ন নূরপুর গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তাঁর পৈত্রিক নিবাস রাজশাহী শহরের কাদিরগঞ্জ মহল্লায়। ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকার কেন্দ্রীয় কারাগারে তিনি শহীদ হন।

পোস্টটি শেয়ার করুন