

ডেস্ক নিউজঃঃ ৩ নভেম্বর জেলহত্যা দিবসে গভীর শোক আর শ্রদ্ধায় জাতীয় চার নেতাকে স্মরণ করেছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি)।
এ দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার রামেবি বিভিন্ন কর্মসূচি পালন করে।
সকাল ১১টা শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার সমাধিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্যের পক্ষে রামেবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রুস্তম আলী আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএমএ হুরাইরা, অধ্যাপক ডা. জাওয়াদুল হক, কলেজ পরিদর্শক (আ.দা), ডা. এবিএম সেলিমুজ্জাম, সহকারী কলেজ পরিদর্শক রামেবি।
এছাড়াও এসময় উপস্থিত ছিলেন উপাচার্যের একান্ত সচিব, মো: রাসেদুল ইসলাম, নুর রায়হান, মো: গোলাম রহমান, কবির আহমেদ, মো: মেহেদী মাসুদ সানি, মো: আশরাফুল ইসলাম ও রাইনসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পরে বাদ জোহর রামেবি ক্যাম্পাস মসজিদে জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।