শহীদ কামারুজ্জামান ও জাহানারা জামানের কবর জিয়ারত করলেন রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন
ট্রিবিউন ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান হেনা ও মরহুমা জাহানারা জামানের কবর জিয়ারত করেছেন তাঁদের সুযোগ্যপুত্র বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
শুক্রবার জুম্মার নামাজ শেষে কাদিরগঞ্জে পারিবারিক কবরস্থানে পিতা ও মাতার কবর জিয়ারত করেন রাসিক মেয়র।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাওলানা মুহাঃ বারকুল্লাহ বিন দুরুল হুদা।
এ সময় উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহফুজুল আলম লোটন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ওমর শরীফ রাজিব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।