নিজস্ব প্রতিবেদকঃ ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী শহীদ ড. শামসুজ্জোহা দিবসকে জাতীয় শিক্ষক দিবস ঘোষণার দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে অবস্থিত শহীদ ড. শামসুজ্জোহা র সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন রাবি ছাত্রলীগের নেতাকর্মীরা।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু র নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।
রাবি ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন; শহীদ জোহা দিবস কে জাতীয় শিক্ষক দিবস হিসেবে ঘোষণা র জন্য দীর্ঘদিন থেকেই রাবি ছাত্রলীগ দাবি জানিয়ে আসছে। বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী ড. শামসুজ্জোহা। তিনি শিক্ষার্থীদের জন্য যে সাহসী ভূমিকা পালন করে নিজের জীবন উৎসর্গ করেছেন তা সবসময় শিক্ষকদের জন্য অনুকরণীয়। এই দিনটিকে জাতীয় শিক্ষক দিবস ঘোষণার জোর দাবি জানাই।
রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন ; ছাত্রদের বাঁচাতে ১৯৬৯ সালে ১৮ ফেব্রুয়ারি বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর ও রসায়ন বিভাগের শিক্ষক শহীদ ড.শামসুজ্জোহা স্যার। সশ্রদ্ধচিত্তে স্মরন করছি, প্রথম শহীদ বুদ্ধিজীবী ড. শামসুজ্জোহা স্যারকে। রাজশাহী বিশ্ববিদ্যালয় এই দিনটি ‘শিক্ষক দিবস’ হিসেবে পালন করে আসলেও আজও পূরণ হয়নি জাতীয় শিক্ষক দিবসের দাবী।অতীতের মত এবারও ১৮ ফেব্রুয়ারি “জাতীয় শিক্ষক দিবস” হিসেবে স্বীকৃতি দেয়ার দাবী জানাচ্ছি।