

- ডেস্ক নিউজঃ বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম ছাত্র সংগঠন ছাত্রলীগ স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেনর স্কয়ারে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে।
পাশাপাশি ছাত্রলীগের নেতা কর্মীরা শহীদ নূর হোসেনের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতাও পালন করেন।
মঙ্গলবার ৮ টায় ঢাকার জিরো পয়েন্টে নূর হোসেন স্কয়ারে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্যের নেতৃত্বে সংগঠনটি এ শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিন ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মীরা।