

রাবি প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা ও গনিত বিভাগের মেধাবী শিক্ষার্থী শহীদ ফারুকের ১১তম শাহাদাত বার্ষিকীতে তাঁর স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলের আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
৮ ফেব্রুয়ারী সোমবার দুপুরে শাহ মখদুম হলের সামনে অবস্থিত শহীদ ফারুক স্মৃতি স্তম্ভে পুস্প স্তবক অর্পণ করে রাবি ছাত্রলীগের নেতৃবৃন্দ।
পরে বাদ আসর রাবি কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমন , রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, সহ-সভাপতি কাজী লিঙ্কন , যুগ্ম সাধারণ সম্পাদক সরকার ডন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু,এনায়েত রাজু,শহীদ ফারুক এর বোন আসমা খাতুন সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী।
উল্লেখ্য, ২০১০ সালের এই দিনে পরিকল্পিতভাবে রাবিতে শিবিরের ক্যাডাররা ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা চালায়। বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী ফারুক হোসেনকে নৃশংসভাবে হত্যা করে সৈয়দ আমীর আলী হলসংলগ্ন ম্যানহোলের মধ্যে ঢুকিয়ে রাখে। একই রাতে তারা ছাত্রলীগের আরও চার কর্মীর হাত ও পায়ের রগ কেটে দেয়। আহত ২৫ জনের বেশি নেতাকর্মী।