

ডেস্ক নিউজঃঃ শহীদ বুদ্ধিজীবী হিসেবে ১২২২ জনকে প্রাথমিকভাবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে শহীদ বুদ্ধিজীবীর তালিকা প্রণয়নে যাচাই-বাছাই কমিটির প্রথম সভা শেষে এ কথা জানান মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মন্ত্রী জানান, ১৯৭২ সালে প্রণীত তালিকার নাম এবং পরে বাংলা একাডেমি যে ১৫২ জনের ডাকটিকেট প্রকাশ করেছিল তাদের শহীদ বুদ্ধিজীবী হিসেবে স্বীকৃতি দেয়া হচ্ছে।
শহীদ বুদ্ধিজীবীর সংজ্ঞা কমিটির আগামী সভায় চূড়ান্ত হবে জানিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, পরে কোনো আবেদন এলে সেই সংজ্ঞার আলোকে বিবেচনা করা হবে। এক বছরের মধ্যে শহীদ বুদ্ধিজীবীর নামের তালিকা চূড়ান্ত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
কমিটির সদস্য একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির জানান, ৩০ লাখ শহীদের তালিকা করার চেয়ে শহীদ বুদ্ধিজীবীর তালিকা করা সহজ। স্থানীয় পর্যায়ে যারা এ ব্যাপারে গবেষণা করেছে তাদের সহায়তাও নেয়া হবে।
কমিটির আরেক সদস্য বীর মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু জানান, যেসব বুদ্ধিজীবী মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশ নিয়ে শহীদ হয়েছেন তাদের বিবেচনায় নেয়া হবে। এ ধরনের নামের তথ্য চেয়ে বিজ্ঞাপন দেয়া হবে বলেও জানান তিনি।