শহীদ সাধু’র ২৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১:১১ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২১

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের মেধাবী শিক্ষার্থী, মতিহার থানা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক শহিদুল ইসলাম সাধু’র ২৫ তম শাহাদাত বার্ষিকীতে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে শহীদ সাধু স্মৃতি সংঘের উদ্যোগে নগরীর বিনোদপুর বাজারে ২০০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শহীদ সাধু স্মৃতি সংঘের আহবায়ক ও শহীদ সাধু র ভাতিজা অনিক মাহমুদ বনি র সার্বিক ব্যবস্থাপনায় শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন শহীদ সাধু র বড়ভাই মোঃ আব্দুল আজিজ, মতিহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, ৩০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজীব সহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ।
এসময় শহীদ সাধু র পরিবারবর্গ উপস্থিত সবার কাছে তাঁর মাগফেরাত কামনা করে দোয়া চান।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ১২ জানুয়ারি বিএনপি জামাতের সন্ত্রাসী দের হাতে শহীদ হন তৎকালীন মতিহার থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন ও বিচার বিভাগের মেধাবী শিক্ষার্থী শহিদুল ইসলাম সাধু।

পোস্টটি শেয়ার করুন