শাটল ও কমিউটার ট্রেন চলাচলের দাবীতে অবস্থান কর্মসূচি রহনপুর বাসীর

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২০

গোমস্তাপুর প্রতিনিধিঃ রহনপুর টু রাজশাহী শাটল ট্রেন ও কমিউটার ট্রেন টি পুনরায় চালুর দাবিতে রহনপুর রেলস্টেশনে অবস্থান করে বিক্ষোভ করেছে রহনপুর বাসী।

রহনপুর উন্নয়ন ফোরামের ব্যানারে রহনপুরের বিভিন্ন স্তরের রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দসহ স্থানীয় বিপুলসংখ্যক জনগণ উপস্থিত ছিলেন।

মঙ্গলবার দুপুরে কমিউটার ও শাটল ট্রেন বন্ধ কেন তা জানতে, রহনপুর রেল স্টেশনের স্টেশন মাস্টারের সঙ্গে বৈঠক করেছেন রহনপুর বাসী।

এসময় উপস্থিত নেতৃবৃন্দ জানতে চান কবে নাগাদ শাটল ও কমিউটার ট্রেন টি চালু হবে।

উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে রহনপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার মির্জা কামরুল ইসলাম জানান, এ মুহুর্তে রহনপুর রেল স্টেশনে কোন ট্রেন সংযোজন বা বিয়োজন হবেনা।

তিনি রেলের জিএম বরাবর একটি স্মারকলিপি দেয়ার পরামর্শ দেন। দ্রুত ট্রেন চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
স্থানীয় সংসদ সদস্য আমিনুল ইসলামকে এবিষয়ে উপস্থিত জনগণ কল দিলে তিনি জানান ড্রাইভার সংকটে ট্রেন বন্ধ আছে।

এসময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মোঃ জিয়াউর রহমান, রহনপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আম আড়ৎদার সমিতির সভাপতি মতিউর রহমান খান,গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জালালউদ্দীন আকবর মুক্তি, রহনপুর পৌর কাউন্সিলর জাহিদ হাসান মুক্তা, ব্যবসায়ী নেতা আশরাফুল ইসলাম, ফারুক হোসেন, নাজমুল হুদা খান রুবেল,পারভেজ শেখসহ স্থানীয় রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

উল্লেখ্য, করোনা মহামারীর কারণে গত মার্চ থেকে শাটল ও কমিউটার ট্রেন দুটি বন্ধ রয়েছে। দেশের সব রুটের ট্রেন চলাচল স্বাভাবিক হলেও এখনও এই দুটি ট্রেন চালু হয় নি।

পোস্টটি শেয়ার করুন