শারদীয় দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থায় র‍্যাব-১২

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ, অক্টোবর ৫, ২০২২

ট্রিবিউন ডেস্ক: সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার সার্বিক নিরাপত্তায় কাজ করে যাচ্ছে র‍্যাব-১২।

সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা যেন নির্বিঘ্নে উদ্যাপন করতে পারে সে জন্য অধিনায়ক র‍্যাব-১২ মোঃ মারুফ হোসেন, পিপিএম (সেবা), অতিরিক্ত ডিআইজি এর নির্দেশনায় র‍্যাব-১২ এর দায়িত্বপূর্ণ এলাকা সিরাজগঞ্জ, বগুড়া, কুষ্টিয়া, পাবনা, মেহেরপুর এবং টাঙ্গাইলের বিভিন্ন পূজামন্ডপের নিরাপত্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধের জন্য নির্দেশনা প্রদান করেন।

র‍্যাব-১২ জানায়; সকল ক্যাম্পের নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত কার্যক্রম পরিচালনার পাশাপাশি সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা যেন নির্বিঘ্নে উদযাপন করতে পারে সে জন্য গোয়েন্দা নজরদারী এবং সার্বক্ষনিক টহলের মাধ্যমে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব-১২ সার্বিক নিরাপত্তায় নিয়োজিত রয়েছে।

পোস্টটি শেয়ার করুন