ট্রিবিউন ডেস্ক: উৎসব ও আন্দঘন পরিবেশে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। এ উৎসবে সম্প্রীতির বার্তা নিয়ে আরএমপি’র পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিক বিভিন্ন পূজামণ্ডপে উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন।
আজ মঙ্গলবার ৪ অক্টোবর ২০২২, বিকেল ৪ টা হতে রাত ৮ টা পর্যন্ত মহানগরীর এয়ারপোর্ট, পবা, কর্নহার, রাজপাড়া ও মতিহার থানার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। এসময় পুলিশ কমিশনার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং শুভেচ্ছা উপহার প্রদান করেন।
দুর্গোৎসবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং গুজব প্রতিরোধে পুলিশ কমিশনার এর সার্বিক তত্ত্বাবধানে আরএমপি’র পক্ষ থেকে কঠোর পুলিশি নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সোস্যাল মিডিয়া মনিটরিং করা হচ্ছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো: ফারুক হোসেন ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) সামসুন নাহার, বিপিএম-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।