

গোমস্তাপুর প্রতিনিধিঃ গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মরহুম শাজাহান আনসারী( মামলত)এর প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভার আয়োজন করে রহনপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠন।
আজ ০৬ সেপ্টেম্বর রবিবার বিকেলে মরহুম শাহজামাল আনসারী স্মৃতি মেমোরিয়াল স্টেডিয়ামে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় আলোচনায় অংশ নেন চাঁপাই নবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোঃ জিয়াউর রহমান, সাবেক সংসদ সদস্য ও গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস,গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মন্ডল, রহনপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বিশ্বাস,জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিমা খাতুন, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মরহুম শাহজাহান আনসারী মামলতের ছোট ভাই শফি আনসারী,আলিনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তরিকুল ইসলাম,গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাওসার আহমেদ সাগর, সাধারণ সম্পাদক মুক্তাদির বিশ্বাস প্রমুখ।
উল্লেখ্য মরহুম শাহজাহান আনসারী মামলত রহনপুর ইউনিয়নের তিবারের নির্বাচিত চেয়ারম্যান ও গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।