প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নির্বাচিতদের ডোপ টেস্টের নির্দেশ

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২২

ট্রিবিউন ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নির্বাচিত ৩৭ হাজার ৫৭৪ প্রার্থীকে ডোপ টেস্ট করাসহ বেশি কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র পেতে সাতটি নির্দেশনার মধ্যে অন্যতম স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ ও ডোপ টেস্ট রিপোর্ট। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এই রিপোর্ট সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে বলা হয়েছে।

এ ছাড়া নির্বাচিত প্রার্থীদের সব ধরনের মূল সনদ এবং যথাযথভাবে পূরণকৃত তিন সেট পুলিশ ভেরিফিকেশন ফর্ম আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের ২০ অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ নিয়োগ পরীক্ষায় মোট আবেদন করেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন প্রার্থী।

পোস্টটি শেয়ার করুন