

নিজস্ব প্রতিবেদক: শিক্ষক হত্যা-নির্যাতনের প্রতিবাদে ও শাস্তির দাবিতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘাতক দালাল নির্মূল কমিটি রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তানভীরের সঞ্চালনায় কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ কামরুজ্জামান, কেন্দ্রীয় সদস্য ড. সুজিত সরকার সহ বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ।
শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদ এবং শাস্তির দাবি জানিয়ে বক্তাগণ বলেন, এই ধারাবাহিকতা অবিলম্বে বন্ধ করতে হবে, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে, পাঠদানে ভয়ের সংস্কৃতি তৈরির চেষ্টার বিরুদ্ধে রাষ্ট্রকে পদক্ষেপ নিতে হবে।