শিক্ষার্থীদের উপর ছাত্রদলের হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের মানববন্ধন

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, মে ২৯, ২০২২

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের উপর বহিরাগত ছাত্রদল ক্যাডারদের সশস্ত্র হামলার প্রতিবাদে এবং সকল শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

২৯ মে রোববার সকাল ১১টায় পৌর এলাকার বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচীটি ঘন্টাব্যাপী পালিত হয়।

এ সময় বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাবেক সংসদ সদস্য মুহা. জিয়াউর রহমান, নবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল, পৌর মেয়র মোখলেসুর রহমান।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ শিকদার এবং সঞ্চালনা করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডাঃ সাইফ জামান আনন্দ।

সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের উপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, দেশের সব সংকট ও আন্দোলনে ছাত্রলীগের ভূমিকা ছিলো আছে এবং থাকবে। বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে কোন ধরনের সন্ত্রাসী হামলা মেনে নেয়া হবেনা। আগামীতে যেন ছাত্রদল এ ধরনের সন্ত্রাসী হামলা করতে না পারে সেজন্য ছাত্রলীগ ভুমিকা পালন করবে।

বক্তারা আরও বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করতেই বিএনপি ও স্বাধীনতা বিরোধীরা এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম করছে যা কোনভাবেই মেনে নেয়া হবেনা বলেও নেতাকর্মীরা হুশিয়ারি দেন।

মানববন্ধনে সদর উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগসহ জেলা ছাত্রলীগের বিভিন্ন উপজেলা ও ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন উপজেলা, পৌর ও কলেজ ইউনিটে সংগঠনটির কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন