শিগগিরই হতে যাচ্ছে রহনপুর শিল্প ও বনিক সমিতির নির্বাচন ; সভাপতি পদে এগিয়ে হাবিবুর রহমান


নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের ঐতিহ্যবাহী বাণিজ্যিক সংগঠন রহনপুর শিল্প ও বণিক সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল শুক্রবারের সাধারণ সভার মাধ্যমে। শিগগিরই হবে নির্বাচন। সংগঠনটির গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে কমিটির নেতৃবৃন্দ নির্বাচিত হয়। আগের কমিটির নির্বাচনগুলোতেও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবারের সাধারণ সভার মাধ্যমে বর্তমান কেবিনেটের মেয়াদ শেষ হবে। বর্তমান সভাপতি পরপর ৩বার নির্বাচিত হওয়ায় গঠনতন্ত্র অনুযায়ী তিনি আর নির্বাচন করতে পারবেন না। সেক্ষেত্রে সভাপতি পদে বর্তমান সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান খান অনেকটাই এগিয়ে। তার নাম জোরালো ভাবে শোনা যাচ্ছে।
ব্যবসায়ী নেতা হিসেবে ব্যবসায়ীদের বিভিন্ন বিপদে হাবিবুর রহমান খান সবসময় ছুটে যান। বিগত করোনা কালীন সময়ে জনমানুষ শূন্য বাজারে ব্যাবসা প্রতিষ্ঠানে নিরাপত্তাসহ বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন। কয়েকজন সদস্যদের সাথে কথা শুনে বোঝা যায় সাধারণ সদস্যদের কাছেও জনপ্রিয় তিনি।
এ বিষয়ে রহনপুরের কয়েকজন ব্যবসায়ী জানান; রহনপুর শিল্প ও বণিক সমিতি সিলেকশন পদ্ধতির পরিবর্তন ঘটিয়ে নির্বাচনের মাধ্যমে ব্যাবসায়ীরা তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করবেন।
রহনপুর শিল্প ও বনিক সমিতির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বলেন; এই সংগঠনটি আমার কাছে পরিবারের মতো। সকল ব্যবসায়ী আমার কাছে আপন ভাই এর মতো। ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আমি সবসময় কাজ করি।
রহনপুর শিল্প ও বনিক সমিতির তিনবারের সভাপতি সৈয়দ ফারুক হোসেন এর কাছে সমিতির নেতৃত্ব নির্বাচনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন ; রহনপুর শিল্প ও বনিক সমিতির নেতৃত্ব নির্বাচন ইলেকশন ও সিলেকশন দুইভাবেই হয়েছে। আগামীকাল আমার শেষ মিটিং। এই মিটিংয়ে পরবর্তী নেতৃত্ব নির্বাচন করতে নির্বাচনী কমিটি গঠন করা হবে। একটি উৎসবমুখর পরিবেশে সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠন হবে এই প্রত্যাশা করছি৷
উল্লেখ্য; হাবিবুর রহমান খান রহনপুর শিল্প ও বণিক সমিতির দুবারের সহ-সভাপতি এবং বর্তমানে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি রহনপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব মতিউর রহমান খানের আপন ছোট ভাই।