

নিজস্ব প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা খানিয়াদিঘী জামে মসজিদের কাছে অভিযান পরিচালনা করে ২০ বোতল ফেনসিডিল এবং ২৫ গ্রাম হেরোইনসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে ৫৯ বিজিবির শিয়ালমারা বিওপির একটি টহল দল। উদ্ধার মাদকের আনুমানিক সিজার সিজার মূল্য ৫৮ হাজার টাকা।
আসামিরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের
শফিকুল ইসলামের ছেলে মো. ফারুক ইসলাম (২০), পমগ্রামের আব্দুল খালেকের ছেলে মো. মনির হোসেন (৩০) ও নাটোর জেলার সিংড়া তানার শেরকোল এলাকার আব্দুল মজিদের ছেলে মো. আশরাফুল ইসলাম (৩২)।
৪ ফেব্রুয়ারি রাত ৮ টার দিকে সীমান্ত পিলার ১৮৬/৪-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযানটি চালানো হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ ব্যাপারে ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মাহমুদুল হাসান পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
এ ছাড়াও সীমান্তে সকল ধরণের চোরাচালানের বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশের এই অভিযান অব্যাহত রাখার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন মাহমুদুল হাসান।