

নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জে ১ বিদেশী পিস্তল ২টি ম্যাগাজিন ও ৯ রাউন্ড গুলিসহ ইসমাইল হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা চাঁপাই নবাবগঞ্জ।
গোয়েন্দা শাখা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৪ আগষ্ট রাত ৩.৪০ মিনিটে শিবগঞ্জ উপজেলার আজমতপুর মোন্নাটোলা গ্রামে ইসমাইল হোসেনের বাড়ীতে অভিযান পরিচালনা করে করে। এসময় তার বাড়ী থাকা অস্ত্র সহ হাতে নাতে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা।
ইসমাইল হোসেন স্থানীয় আব্দুল খালেকের ছেলে।
জেলা গোয়েন্দা শাখা জানায়, দীর্ঘদিন ধরে ইসমাইল অবৈধ অস্ত্রের ব্যবসা করে আসছিলো।
তার বিরুদ্ধে অস্ত্র আইন মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পোস্টটি শেয়ার করুন