শিবগঞ্জে অস্ত্র ও ফেনসিডিল সহ গ্রেফতার ২

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২০

বিদেশি দুটি পিস্তল সহ একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা চাঁপাই নবাবগঞ্জ।
১৭জুলাই শুক্রবার চাঁপাই নবাবগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিকাল ০৩.১৫টায় বিশেষ অভিযানে মোঃ এসারুল আলী (১৬)কে বিদেশি অস্ত্র সহ গ্রেফতার করে। এসারুল শিবগঞ্জ কয়লারদিয়াড় মহাজনপাড়ার মোঃ কারিম আলীর ছেলে।
শিবগঞ্জ শাহবাজপুর বিশ্বাসপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি ৭.৬২ mm পিস্তল,এক রাউন্ড বুলেট ও একটি ওয়ান শ্যুটার পিস্তল পাওয়া যায়।
এছাড়া একইদিনে শিবগঞ্জ কয়লাবাড়ী এলাকায় রাত ১১ টার দিকে মহাসড়কের উপর ২০০ বোতল ফেনসিডিল সহ মশিউর রহমান (৪০) কে গ্রেফতার করে জেলা গোয়েন্দা।
মশিউরের নাচোল থানার সমষপুরের অায়নাল হকের ছেলে।

পোস্টটি শেয়ার করুন