

বিশেষ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে আখ ক্ষেতের ভিতর থেকে ৪০ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার কানসাট ইউনিয়নের পুটিমারি বিল এলাকার আখ ক্ষেত থেকে লাশ উদ্ধার করা হয়। তবে লাশটির নাম পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান জানান, সকালে শিবগঞ্জের পুটিমারি বিল এলাকায় একটি আখক্ষেতে একজনের লাশ দেখতে পয়ে স্থানীরা পুলিশকে খবর দেয়। লাশটির মাথায় ও গলায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তার পরনে ছিল লুঙ্গি ও কালো জ্যাকেট। ধারনা করা হচ্ছে রাতে পুটিমারি বিলের পাশে আখ
ক্ষেতের ভিতর হত্যা করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
পরে পুলিশ ও রাজশাহীর সিআইডির ক্রাইম এক্সপার্টের সদস্যরা ঘটনাস্থলে লাশটির সুরতহাল রির্পোট শেষে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবড়গঞ্জ জেলা হাসপাতালে মরগে পাঠানো হয়।