শিবগঞ্জের শ্যামপুরে এমপি মনোনয়ন প্রত্যাশী সৈয়দ নজরুল ইসলামের উঠান বৈঠক অনুষ্ঠিত

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২২

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী সৈয়দ নজরুল ইসলামের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার শ্যামপুর বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের আয়োজনে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ নজরুল বলেন, বাংলাদেশের উন্নয়ন, আর মর্যাদা মানেই শেখ হাসিনা। বাঙালির পথচলার দিক নির্দেশনা হচ্ছে শেখ হাসিনা।একসময়ে বলা হতো তলাবিহীন ঝুড়ি আজ সেটি মর্যাদার সাথে সমৃদ্ধি অর্জন করে বীরের জাতিতে পরিণত হয়েছে।

তিনি আরো বলেন, শেখ হাসিনা ছিলো বলেই বাঙালিকে মাথা উঁচু করে বীরের জাতি হিসেবে দাঁড়াতে শিখিয়েছে। এই মর্যাদা আর সমৃদ্ধিকে পুঁজি করেই আগামী প্রজন্মকে সন্ত্রাস ও মাদক মুক্ত বাংলাদেশ উপহার দিতে হবে। সে জন্যে সকল মতভেদ ভুলে কাঁধে কাঁধ রেখে সবাইকে এক যোগে কাজ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে।

শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মফিজ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন; উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মুনিরুল ইসলাম, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আউয়াল গনি জোহা, বিশিষ্ট সমাজ সেবক আল- মামুন, শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

পোস্টটি শেয়ার করুন