শিবগঞ্জে টিসিবি’র পণ্য বিক্রয় কর্মসূচির উদ্বোধন

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ২:০৭ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র রমজান মাসে নিম্ন আয়ের মানুষের যেন কষ্ট না হয় সেজন্য সারাদেশে ২০ মার্চ থেকে ভর্তুকিমূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)র পণ্য বিক্রয় শুরু হয়েছে। দেশব্যাপী এই পণ্য বিক্রয় কর্মসূচি হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে এই পণ্য বিক্রয় কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রবিবার দুপুরে শিবগঞ্জ উপজেলার চককীত্তি ইউনিয়নে এই কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল।

এসময় আরো উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, চককীত্তি ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন আনু, শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হিল বাকী প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন